ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে নির্বাচনী সহিংসতা বন্ধের আহবান জাতিসংঘের

ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে সহিংসতা ও প্রাণহানীর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তা বন্ধের আহবান জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার সংস্হাটির নিয়মিত ব্রিফিংএ জাতিসংঘ মহাসচিবের পক্ষে এই আহবান জানান মুখপাত্র স্টিফান ডোজারিক।
ব্রিফিংএ অংশ নিয়ে জাতিসংঘ সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করেন।
তিনি বলেন, “বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের নামে ভয়াবহ বিপর্যয় সংঘটিত হচ্ছে। নির্বাচনের ৫ম ধাপ শেষে এপর্যন্ত প্রায় ৮৬ জন মানুষ সহিসংসতায় প্রাণ হারিয়েছেন । যদিও দেশের প্রধান বিরোধীদল এ নির্বাচনে অংশ নিচ্ছেনা। জাতিসংঘ মহাসচিব কী সহিংসতাপূর্ণ এ স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে অবগত? এ বিপর্যয় সম্পর্কে আপনি কী বলবেন?”
জবাবে মুখপাত্র ডোজারিক বলেন, “অবশ্যই আমরা নির্বাচনী সহিংসতায় জীবনহানির ঘটনায় গভীর উদ্বেগ জানাচ্ছি। হতাহতের কোনো ঘটনাই সমর্থনযোগ্য নয়।”
নির্বাচন হতে হবে শান্তিপূর্ণ ও সহিসংসতা মুক্ত, তা বিশ্বের যে প্রান্তেই অনুষ্ঠিত হউক বলে উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিবের এই মুখপাত্র।
বিফ্রিংয়ে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বাংলাদেশে ইসরায়েলি নজরদারি প্রযুক্তি কেনায় জাতিসংঘের সম্পৃক্ততার বিষয়ে করা মন্তব্যের আপডেট জানতে চান সাংবাদিক মুশফিকুল ফজল।
জবাবে মহাসচিবের মুখপাত্র বলেন, “যত দ্রুত এ বিষয়ে আমি জানতে পারবো, তত দ্রুত এ বিষয়ে আপনাকে অবগত করা হবে।”
এনকে/

2022-04-09 16:36:52

2022-04-09 06:36:52

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *