রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে আক্রমণ চালানোর পর দেশটিতে গতকাল বুধবার রাতে সামরিক আইন জারি করা হয়েছে। দেশব্যাপী জরুরি অবস্থা কার্যকর করা হয়েছে, কর্মকর্তাদের বিধিনিষেধ আরোপ করার অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। সামরিক আইনের অধীনে, সামরিক নেতারা ইউক্রেনের বেসামরিক নাগরিকদের নিয়ন্ত্রণ করবেন।
ইতোমধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তাঁর দেশে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি আরো বলেছেন, ইউক্রেনের অবকাঠামো ও সীমান্ত রক্ষীদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো।
এদিকে পুতিন পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের অনুমোদন দেওয়ার পর থেকেই কিয়েভ শহর থেকে গাড়ি বের হওয়ার হিড়িক শুরু হয়েছে। আতঙ্কে মানুষজন শহরটি ছেড়ে চলে যাচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার ওপর কেউ কিছু করতে চাইলে ‘তাৎক্ষণিক জবাব’ দেওয়া হবে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের শহর লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে বলেছে- তারা ইউক্রেনের সামরিক স্থাপনা, বিমান প্রতিরক্ষা ও বিমানবাহিনীকে নিখুঁত লক্ষ্যের অস্ত্র দিয়ে আঘাত করছে।
2022-04-09 16:35:54
2022-04-09 06:35:54