ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বটেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি।
পুতিন আরও বলেন, রাশিয়া ‘নব্য-নাৎসিদের’ মূলোৎপাটন করছে। রাশিয়ান এবং ইউক্রেনীয়রা এক, এই দৃঢ় বিশ্বাস থেকে তিনি কখনই সরে আসবেন না। ভাষণে পশ্চিমাদের তৈরি রুশবিরোধী শক্তিকে ধ্বংসের প্রত্যয় ব্যক্ত করেন পুতিন।
পুতিনের এমন বক্তব্যের উদ্দেশ্য ছিল রাশিয়ান জনগণকে বোঝানোর চেষ্টা করা যে সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে। আর এটিরই পুনরাবৃত্তি করা যে তারা ইউক্রেনে ভালোভাবে লড়াই করছে এবং তারা তাদের দেশের নিরাপত্তার জন্য এটি করছে।
এদিকে পুতিনকে মুখোমুখি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আমরা রাশিয়ায় হামলা করছি না এবং এমন কোনও পরিকল্পনা আমাদের নেই। আপনি আমাদের কাছ থেকে কী চান? আমাদের ভূখণ্ড ছাড়ুন।
এর আগে রাশিয়ার হামলা থেকে বাঁচতে বেসামরিক ব্যক্তিদের জন্য মানবিক সহায়তা করিডরের ব্যাপারে সম্মত হয় কিয়েভ ও মস্কো।
2022-04-09 16:35:27
2022-04-09 06:35:27