ইইউয়ের ১৮ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করেছে। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ আদেশ দিয়েছে। 
এর আগে গত ৫ এপ্রিল ইইউয়ের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে রাশিয়ার ১৯ জন কূটনীতিককে বহিষ্কার করেছিলো ইইউ। এ বিষয়ে এক বিবৃতিতে ইইউয়ের পক্ষ থেকে বলা হয়েছিলো, এই কূটনীতিকরা এমন কিছু তৎপরতায় জড়িত, যা তাদের কূটনৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না। 
সেই ঘটনার প্রতিবাদে মস্কোতে ইইউয়ের প্রধান দূত মার্কাস এডেরারকে ওইদিনই তলব করেছিলো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বলেছিলো, ইইউয়ের এই পদক্ষেপের জবাব দেয়া হবে। অবশেষে শুক্রবার তার জবাব দিল মস্কো। 
এ বিষয়ক এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গত কয়েক দশকে রাশিয়ার সঙ্গে ইইউয়ের যে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠেছিলো, তা ধ্বংস হচ্ছে এবং এ জন্য সম্পূর্ণরূপে দায়ী ইইউ। 
এছাড়া বহিষ্কৃত ১৮ কূটনীতিককে যত দ্রুত সম্ভব মস্কো ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে বলেও উল্লেখ রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।

2022-04-15 19:18:13

2022-04-15 19:18:13

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *