ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেল চ্যাম্পিয়ন লিভারপুল।
অ্যানফিল্ডে শনিবার ৭ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি ৪-৩ ব্যবধানে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। জমজমাট প্রথমার্ধেই হয় পাঁচ গোল, দ্বিতীয়ার্ধে দুটি।
মোহাম্মদ সালাহর হ্যাটট্রিকের দুটি গোল পেনাল্টি থেকে, লিভারপুলের অন্য গোলদাতা ভার্জিল ফন ডাইক। জ্যাক হ্যারিসন, প্যাটট্রিক ব্যামফোর্ড ও মাতেউসের গোলে তিনবার সমতা ফেরায় লিডস।
এদিকে, শনিবার লিগের প্রথম ম্যাচে আলেকসঁদ লাকাজেত, গাব্রিয়েল ও পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের গোলে ফুলহ্যামের মাঠ থেকে ৩-০ ব্যবধানের জয় নিয়ে ফিরে আর্সেনাল।
2021-05-04 21:23:10
0000-00-00 00:00:00