বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীতা করে বক্তব্য দেওয়ার অপরাধে খেলাফত মজলিশ নেতা আল্লামা মামুনুল হক, হেফাজত নেতা আল্লামা জুনায়েদ বাবুনগরী ও ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।
আজ (সোমবার) ঢাকা মহানগর হাকিম আদালতে এই মামলাটি দায়ের করেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।বেলা ১১টার দিকে মামলা গ্রহণের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
মামলার আসামিরা বিভিন্ন সময় বিভিন্ন সমাবেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী বক্তব্য দিয়ে আসছিলেন। এমনকি ভাস্কর্য ভেঙে ফেলা হবে বলেও হুমকি দিচ্ছিলেন।
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00