আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের কোচ হলেন মাচেরানো

আর্জেন্টিনার হয়ে অনেক হারা ম্যাচ জিতিয়েছেন মাচেরানো। অনেকে ফুটবল প্রেমীরা বলে থাকেন আর্জেন্টিনা দলের নেতা আসলে মাচেরানোই। 
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচের চাকরি ছেড়ে দিয়ে ভেনিজুয়েলার কোচিং প্যানেলে যোগ দিয়েছেন ফার্নান্দো বাতিস্তা। তার অবর্তমানে আর্জেন্টিনা যুব দলের কোচ হিসেবে দায়িত্ব পেলেন হাভিয়ের মাচেরানো। 
নতুন বছরের প্রথম মাসেই আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন দেশটির সাবেক এই তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার। 
বৃহস্পতিবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল টুইটার জানায়, সভাপতি ক্লাউদিও তাপিয়া আজ মাচেরানোর সঙ্গে দেখা করেছেন। যেখানে অনূর্ধ্ব-২০ দলের নতুন কোচ হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হবে। 
প্রসঙ্গত, ২০০৭ সালের ফেব্রুয়ারিতে লিভারপুলে পাড়ি জমান মাচেরানো। ওই বছর অল রেডদের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলার পেছনে বড় ভূমিকা ছিল তার। এরপর ২০১০ সালে বার্সায় যোগ দেন তিনি। ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচে পূর্ণ সময় মাঠে ছিলেন মাচেরানো। সেবার ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার।

2022-04-09 16:37:13

2022-04-09 06:37:13

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *