আমেরিকার মেইন রাজ্যে প্রথম মুসলিম নারী মেয়র

মেইন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। ১৮২০ সালে যুক্তরাষ্ট্রের ২৩তম অঙ্গরাজ্য হিসেবে মেইন অন্তর্ভুক্ত হয়। সেই মেইন রাজ্যের এক সিটি কাউন্সিল নির্বাচনে একজন মুসলিম নারী প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। 
মেইনের চতুর্থ বৃহত্তম শহর দক্ষিণ পোর্টল্যান্ড সিটি কাউন্সিলের নির্বাচনে প্রথম মুসলিম নারী হিসেবে ডেকা দালাক মেয়র নির্বাচিত হয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। 
এর আগে ওই শহরের ভোটাররা ডেকা দালাককে ২০১৮ সালে কাউন্সিলে নির্বাচিত করেছিল এবং এই বছর একটি সাত সদস্যের কাউন্সিল তাকে মেয়র পদে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। 
দালাক সোমালিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছেন এবং তিনি সমাজ সেবামূলক কাজের সঙ্গে জড়িত। এখন থেকে তিনি শহরের পঞ্চম জেলার প্রতিনিধিত্ব করবেন। 
মুসলিম নাগরিক অধিকার গোষ্ঠী কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) এর মুখপাত্র ইবরাহিম হুপার বলেছেন, তিনি আশাবাদী, দালাক আমেরিকান মুসলমানদের একটি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে সাহায্য করবে, কারণ তারা একটি উন্নত সমাজ গঠনে ক্রমবর্ধমান ভূমিকা পালন করেন।

2022-04-09 16:37:13

2022-04-09 06:37:13

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *