আমিরাত চিরদিন লাঞ্ছিত ও অপমানিত হবে : আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি করে আমিরাত মুসলিম বিশ্বের সঙ্গে, ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।

অবশ্যই আমিরাতের বিশ্বাসঘাতকতা বেশিদিন স্থায়ী হবে না। তবে তাদের কলঙ্কজনক আচরণ সারা জীবন মনে রাখবে মানুষ। তারা ইহুদিবাদীদের এ অঞ্চলে প্রবেশ করতে দিয়েছিল। ফিলি’স্তিনিদের ভুলে গিয়েছিল, বলেন খামেনি।

খামেনি বলেন, আমিরাত চিরদিন লাঞ্ছিত, অ’পমাণিত হবে। অবশ্যই বিশ্বাসঘাতকতার মূল তাদের দিতে হবে। তেহরানের দীর্ঘদিনের শত্রু ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যেস্থতায় সম্পর্ক স্বাভাবিক করায় আমিরাতের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। মধ্যেপ্রাচ্যে ইরান-ইসরাইল আরেকটি যুদ্ধের মুখোমুখি হতে পারে বলেও সতর্ক করেছেন ইসরাইলের কর্মকর্তারা।

আমিরাত-ইসরাইল চুক্তি থেকে উভয়পক্ষ আর্থিকভাবে লাভবান হবে বলে প্রত্যাশা করছে। প্রথম কোনো আরব দেশের সঙ্গে তেল আবিবের প্রথম চুক্তি এটি। ইরানের ভয় আমিরাত ও ইসরাইলকে এক করছে বলে ধারণা করা হচ্ছে। তাদের এ চুক্তিকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। আমিরাতের চুক্তি ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনের অন্তরায় বলে মনে করেন ফিলিস্তিনিরা।

2021-05-04 18:17:50 0000-00-00 00:00:00
Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *