বন্ধুর জন্য কান্না সুধীর বাবুর সাক্ষাৎকারও নিয়ে ফেলেছে ইউটিবারেরা, আজকে সুধীর বাবুর সাক্ষাৎকারটি দেখলাম। অথচ এক বন্ধুর মৃত্যুতে আরেক বন্ধুর কান্নার মধ্যেও অনেকেই বন্ধুত্ব না দেখে ধর্ম টেনে নিয়ে এসেছে। মানে আপনিতো অন্য ধর্মের, আপনি কাঁদলেন কেন?
কেউ কেও আবার সুধীর বাবুর কান্নাকে এমনভাবে ভাইরাল করেছে মাত্র কয়েকটা লাইক কমেন্ট পাওয়ার আশায়। কি অদ্ভুত! অতি স্বাভাবিক একটা ব্যাপারকেও ধর্ম ব্যবহার করে বলছে, দেখেছেন বন্ধুত্ব এই রকম করে করতে হয়।
আমার জীবনেও কয়েক ধাপে বন্ধত্ব তৈরি হয়েছে- প্রাইমারী-হাইস্কুল-কলেজ জীবনে, গ্রেজুয়েসন জীবনে, কর্মজীবন ও প্রবাস জীবনে। অধিকাংশ সময়েই নিঃস্বার্থ বন্ধু হিন্দুরাও ছিল। কর্মজীবন এবং সিডনী জীবনের আমার সবচেয়ে আপন বন্ধুটিই হিন্দু বন্ধু। ধর্মের ভিত্তিতে বন্ধুত্বের প্রকারভেদ ভাইরার করতে হবে কেন? নাকি, মানুষের প্রবৃত্তির বিনাশ হয়ে গেছে তারই উন্মুক্ত প্রকাশ।
বন্ধুত্বের ব্যাপারটাকেও পণ্য বানিয়ে ছাড়লো অথচ বন্ধুত্বের বন্ধন কোনকালেই ধর্ম দিয়ে মাপা যায় না। গত কয়েক বছরে আমাদের ভীতরে ভীতরে কতটা গভীর ঘুণে খেয়েছে এটা তার জ্বলন্ত উদাহরণ। আমরা এমন একটা সময়ে বাস করছি, যা কিছু হওয়ার কথা স্বাভাবিক, এখন তাকেই দেখানো হচ্ছে অস্বাভাবিক ভাবে।
কামরুল ইসলাম
প্রধান সম্পাদক
2021-09-13 17:28:42
2021-09-13 07:28:42