আমরা কাদেরকে সেলিব্রেটি বলছি? আমাদের মিডিয়া কাদেরকে সেলিব্রেটি বানাচ্ছে?

মনে করেছিলাম পরীমনি নামের এই অসভ্য মেয়েটাকে নিয়ে কিছু লিখবো না। শুধু পরীমনি না কোনো অসভ্য মানুষ নিয়ে লিখবো না। কিন্তু একটা খবর জানতে পেরে বিবেকের তাড়নায় লিখতে বাধ্য হলাম।
পরীমনি যেদিন জামিন পেলো সেদিন বাংলদেশের কৃতী বিজ্ঞানী ফেরদৌসী কাদরী এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসেসে পুরস্কার পেলেন। তাঁরা দুজনই নারী। 
কিন্তু মিডিয়াতে পরীমনি নিয়ে যে রকম প্রচাাভিযান চলছে তার ১% ও মিস কাদেরী পেলেন না! আমি অবাক হচ্ছি আমাদের এই  মানসিকতা দেখে । আমি অনেক বড় ডিগ্রী ধারীদের ও দেখছি পরীমনি পরীমনি জিকির করে মুখে ফেনা তুলে ফেলেছে। কেউ কেউ আরেক কাঠি এগিয়ে তার হাতের মেহেদী কে সাহসের প্রতীক বানিয়ে ফেলছে!  এমন কি মিস্টার জাফরুল্লাহ ও তার বিউটির প্রশংসা কাছে! হায়রে কপাল! কিন্তু মিস কাদেরী কবরিয়া নিয়ে কোনো আলোচনা নেই। 
অপূর্ব এই নিয়ে ২ বার না ৩ বার বিয়ে করেছে তাই নিয়েও বিতর্ক হতে দেখেছি। তাসলিমা নাকি বলেছ পুরুষের স্প্যাম না নিয়ে গর্ভ ধারণ করা নাকি আধুনিকতা! এই সব হাবি জাবি নিয়ে পুরা জাতি এমন কি জাতির বিবেক যাদেরকে বলা হচ্ছে তারাও মেতে আছে। 
যিনি দেশের জন্য, নারীসমাজের জন্য এতোবড় কৃতিত্ব বয়ে আনলেন তাঁকে নিয়ে কোনো উচ্ছ্বাস নেই! বিজ্ঞানে কী তাঁর অবদান, তাঁর কাজ-ভাবনা দেশের তথা বিশ্বের মানুষের কল্যাণে কী ভূমিকা রাখবে তা নিয়ে কোনো আলোচনা নেই। নেই কোনো উদ্বীপণা।
হাবভাব দেখে মনে হচ্ছে পরীমনি বিশ্বজয় করেছেন। কিন্তু একটু ভেবে দেখুন তো বিশ্বজয় আসলে কে করেছেন? 
আজ জাতির চর্চার বিষয় সেফুদা, সাহেদ, আনভীর, ডেসটিনি, ইভ্যালি, পরীমনি, পিয়াসা, মৌ ইত্যাদি ইত্যাদি নেগেটিভ চরিত্রের মানুষ জন।
দেশের মিডিয়াগুলোও এখন সব থেকে নিকৃষ্ট মানুষদের দখলে! তারা অখাদ্য কে  আচার-ঝাল-মরিচ মেখে জনগণের পাতে তুলে দিতে ব্যস্ত। জনতার রুচি তৈরিতে যাদের ভূমিকা রাখার কথা তারা এখন ভিউ, হিট বাড়ানোর মাধ্যমে পুঁজি করার মতলবে ব্যস্ত। এদের গণমাধ্যম না বলে ঘটনা রটনা  মাধ্যম এবং দেশের যুব সমাজের চরিত্র কুলষিত করার মাধ্যম বলাটা যুক্তিযুক্ত। 
এই দেশে কি ভবিষ্যতে কোনো ভাল বিজ্ঞানী, ভাল গবেষক, ভাল অর্থনীতিবিদ- এসব তৈরি হবে! নাকি তারা পরীমনি, সেফুদা, আনভির, পিয়াশা শাহেদ তার পরে আরো কি কি নাম আছে সব মনে থাকে না, হতে চাইবে? দেশের যুবসমাজের ডেসটিনি কি হবে ,ডিসিশন নেবার এখনই সময়!
ওবায়দুল্লাহ মিজান
ঢাকা

2021-09-13 17:28:15

2021-09-13 07:28:15

Published
Categorized as 54

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *