আমরাই ভৌগোলকে কোন প্রভাব রাখতে পারছি না – তানজিম খান

বাংলা ভাষা মোট ব্যবহারকারীর সংখ্যা হিসেবে বিশ্বের ৭ম বৃহত্তম ভাষা। পৃথিবীর প্রায় ২৬ কোটি মানুষ দৈনন্দিন জীবনে কথা বলতে বাংলা ভাষা ব্যবহার করে। ইন্ডিয়ায় হিন্দির পরে সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ,আন্দামান, নিকোবর, আসাম, ঝাড়খন্ড, বিহার, উড়িষ্যা, মিজোরাম,মেঘালয়, দক্ষিণ আসাম,বরাক উপত্যকা, ব্রহ্মপুত্র উপত্যকা এই সব অঞ্চলের বাসিন্দারা মাতৃভাষা হিসেবে বাংলা ব্যবহার করে। সঙ্গত কারণেই বাংলা ভাষা একটা সম্মানের স্হান দখল করে আছে।

কিন্তু আমার কষ্ট হলো, যখন আন্তর্জাতিক কোন এপস বা ওয়েবসাইটে লেঙ্গুয়েজ সেট করতে অপশন দেওয়া হয় তখন সেখানে আমার বাংলা ভাষার কোন অস্তিত্ব খুজে পাইনা। ১০ হাজার মানুষের ব্যবহৃত ভাষার অপশন থাকে কিন্তু ২৬ কোটি মানুষের ভাষার কোন অপশন থাকে না। বিষয়টা যেমন লজ্জাজনক ঠিল তেমনি কষ্টকরও বটে। বাধ্য হয়ে ইংরেজি সিলেক্ট করতে হয়।

আবার যখন রিজিওন বা কান্ট্রি সিলেক্ট করার অপশন আসে সেখানে B সিরিয়ালে বারবাডোস, বাহামাস, বোরকিনা ফোসোর নাম আসে কিন্তু বাংলাদেশের নাম আসে না। কষ্টে আর কইলজাডা হাডি যায়। অপারগ হয়ে নিকটবর্তী দেশ ইন্ডিয়া সিলেক্ট করতে হয়। ওয়েবসাইটে আমার পরিচয় হয় একজন ইন্ডিয়ান যার ভাষা ইংরেজি। ফলাফল আমার অস্তিত্ব বিলীন।

ডোনাল্ড ট্রাম্প যখন বলে বাংলাদেশ কোথায়? ইউটিউবার পিউডিপাই যখন বাংলাদেশকে ইন্ডিয়ার একটি অঙ্গরাজ্য মনে করে তখন ও কষ্টে আর কইলজাডা হাডি যায়। আপনি কি মনে করেন তাদের ভৌগোলিক জ্ঞান কম। কখনোই না; হয়তো বা আমরাই ভৌগোলকে কোন প্রভাব রাখতে পারছি না।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *