মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবার নিয়মিত জনসমাবেশ করছেন। সেই আগের মতোই করছেন হিলারি ক্লিন্টনের সমালোচনা৷ মার্কিন জনগণকে নানান আশ্বাসও দিচ্ছেন আগের মতো৷
সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের কর্মকাণ্ডে আবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার উজ্বল সম্ভাবনা দেখছেন অনেকে৷ বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এসবই ট্রাম্পের নির্বাচনে অংশ নেয়ার জন্য মাঠ গোছানোর চেষ্টা৷ সেই চেষ্টায় তার সাফল্য, এমনকি নির্বাচনে অংশ নিলে তার আবার প্রেসিডেন্ট হবার সম্ভাবনাও দেখছেন অনেকে৷
২০২০-এর নির্বাচনের পর যেমনটি বলেছিলেন, সম্প্রতি টেক্সাসের এক জনসভায় সেই নির্বাচন নিয়ে একই কথা বলেছেন ডনাল্ড ট্রাম্প৷ বলেছেন, ভোটারদের সঙ্গে ধোঁকাবাজি করে জেতানো হয়েছে জো বাইডেনকে৷ ট্রাম্পের সোজা কথা, ‘‘২০২০-এর নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছিল এবং সে-কথা সবাই জানে৷’’
2022-04-09 16:36:18
2022-04-09 06:36:18