আবারো দুই বাংলাদেশিকে গুলি করে মারলো ভারতীয় বিএসএফ

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী’র (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। 
নো মেন্স ল্যান্ডে মরদেহ দুটি মানুষের নজরে আসে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। 
কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম জানান, রাতের অন্ধকারে কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি ঘটনাস্থলেই নিহত হন। দুইজন আহত অবস্থায় পালিয়ে এসেছেন। তবে কতজন ভারতে প্রবেশ করেছিলেন তা তিনি নিশ্চিত জানা যায়নি। 
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত দুটি মরদেহ নো মেন্স ল্যান্ডে রয়েছে। তাদের ফিরিয়ে আনতে বিজিবি-বিএসএফ সমঝোতার চেষ্টা চলছে বলে জানা গেছে। 
পুলিশের কর্মকর্তারা জানান, মরদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

2022-04-09 16:39:27

2022-04-09 06:39:27

Published
Categorized as 27

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *