আবারও বাংলাদেশকে নিয়ে ‘বেজন্মা স্বভাব’ দেখাল ভারতের পত্রিকা

বাংলাদেশকে কটাক্ষ করে গত জুন মাসে সংবাদ পরিবেশন করেছিল ভারতের অন্যতম গণমাধ্যম জি নিউজ।

বাংলাদেশের সাথে চীনের অর্থনৈতিক চুক্তির পরে তারা হিংসার বশে বাংলাদেশকে হেয় করে নিন্মমানের শব্দ চয়ন করেছিল।

তাদের সাথে নাঁকি সুর মিলিয়ে ভুতের মত গীত গেয়েছিল ভারতের আনন্দবাজার পত্রিকাও। পরে অবশ্য তারা ক্ষমা চাইতে বাধ্য হয়।

তবে বাংলায় প্রবাদ আছে কয়লা ধুইলে ময়লা যায়না। জাতির পিতার বলা বেজন্মার মত আচরণ শুরু করে দিয়েছে তারা আবারও।

ভারতের হিংসাত্মক মানসিকতার গণমাধ্যমগুলো বাংলাদেশের অর্থনীতির অভূতপূর্ব উন্নতিকে সহজভাবে নিতে না পেরে আবারও শুরু করেছে হেয় করে সংবাদ পরিবেশন।

সর্বশেষ (মঙ্গলবার) বাংলাদেশকে ‘উইপোকা’ বলে সম্ভোধণ করেছে তারা। তবে দায় এড়ানোর জন্য কৌশলে এটাকে তাদের দেশের বিজেপির সভাপতি ও দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের উদ্ধৃতিকে ব্যবহার করে এই শিরোনাম দিয়েছে।

তারা বেশ বড় এই প্রতিবেদনটির শিরোনাম দিয়েছে উইপোকা বাংলাদেশ অর্থনীতিতে টপকাচ্ছে ভারতকে! বিশেষজ্ঞরা বলছেন ক্ষণস্থায়ী।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *