তালেবান নেতা আনাস হাক্কানি আফগানিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হাসমত উল্লাহ শহীদির সঙ্গে সাক্ষাত করেছেন। সেখানে সাফ জানিয়ে দিয়েছেন ক্রিকেটের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে তাদের।
সাত দিন হলো দেশটির নিয়ন্ত্রণ পুরোপুরি তালেবানদের দখলে। গুঞ্জন ছিল ক্রিকেটসহ অন্যান্য খেলাগুলো বন্ধ হয়ে যেতে পারে যুদ্ধবিধস্ত দেশটিতে। যদিও ক্ষমতা দখলের পরপরই তালেবান নেতারা ইঙ্গিত দেয় ক্রিকেটকে এগিয়ে নেয়ার।
এবার অন্যতম শীর্ষ নেতা আনাস হাক্কানি নিজেই অধিনায়কের সঙ্গে সাক্ষাৎ করেছেন। উপস্থিত ছিলেন আফগান জাতীয় দলের অপর ক্রিকেটার নুর আলী জাদরান। এসময় ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির সাবেক চেয়ারম্যান আসাদ উল্লাহ খানও যোগ দেন।
গত শনিবারের এই সাক্ষাতের বিষয়টি তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক ডট কম। এতে দেখা যাচ্ছে ক্রিকেটারদের সঙ্গে দাঁড়িয়ে আছেন তালেবান নেতার।
কয়েকদিন আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) কার্যালয়ে অস্ত্র হাতে বেশ কয়েকজন তালেবান নেতাকে দেখা যায়। বিষয়টি নিয়ে বেশ আলোচনায় শুরু হয়।
তবে এসিবির প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি জানান, ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করতে বোর্ডে উপস্থিত হয়েছিলেন তারা। শুরুতে চিন্তাগ্রস্ত হলেও নির্ভার হতে দেখা গেছে ইংল্যান্ডে অবস্থানরত আফগান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রশিদ খানকে।
2021-09-01 18:31:25
2021-09-01 08:31:25