মুনা মুস্তাফাঃ একটি নতুন রির্সাচ সম্প্রতি জানাচ্ছে যে অস্ট্রেলিয়ার ফুড ডেলিভারী এপগুলির টার্গেট অজি লো ইনকাম গ্রুপ যারা সাধারণত আনহেলদি টেক এওয়ে নিয়ে থাকে বা অর্ডার দিয়ে থাকে।
ভিক হেলথ নামক একটি স্টাডি গ্রুপ ডেলিভারো, মেনুলগ, উবার ইটস এর প্রোমোসোনাল রির্সাচ করে দেখেছে, হাই ইনকাম এরিয়ার থেকে লো ইনকাম এরিয়াতে এই সব ফ্যাটি ফুড বেশী জনপ্রিয়তা পেয়েছে।
সাম্প্রতিক করোনা ভাইরাস লকডাউনকালীন রির্সাচ করে দেখা যায় লো ইনকাম এরিয়াতে বসবাসকারী লোকজন ২৩ বার এইসব আনহেলদি ফুড সার্চ দিয়েছে বরং হেলদি ফুড সার্চ দেয়ার আগে। এই ধরনের আনহেলদি ফ্যাটি ফুড গ্রহন করলে বর্তমান বৈরী পরিবেশে স্বাস্থ্য সম্পর্কীয় সমস্যা আরো বৃদ্ধি পাবে বলে উক্ত রির্সাচ গ্রুপটি আশংকা প্রকাশ করে।
2021-05-04 18:21:10
0000-00-00 00:00:00