কমছেই না সিডনিতে করোনা সংক্রমণ, সংক্রমণ নিরন্ত্রণে আগামী সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে সিডনির লকডাউন এবং রাত ৯টা হতে ভোর ৫টা পর্যন্ত চলবে কারফিউ।
স্বাস্থ্য বিভাগের রেকর্ড অনুসারে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৪ জন। নিউ সাউথ ওয়ালসে সর্বোচ্চ করোনায় সনাক্ত ৮২৫ জন, ভিক্টোরিয়াতে ৫০, ক্যানবেরায় ৭ জন, অবারসিস করেন্টাইনে ৯ জনসহ মোট ৮৯১ জন সনাক্ত।
অষ্ট্রেলীয়াতে সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৩,১১৯ জন, করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মারা গেছে ৯৭৮ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯৭,৯৪৫ টি। এই পর্যন্ত সর্বমোট কোভিড-১৯ টেষ্ট করা হয়েছে ২৯,১৮৭,৫০৫ টি।
বর্তমানে অষ্ট্রেলীয়াতে করোনা রোগীর সংখ্যা ১০২২৩ জন, হাসপাতালে ভর্তি ৫৫৪ জন। আইসিইউতে মুমুর্ষু অবস্থায় ভর্তি ৯৪ জনের ৮৫ জনই নিউ সাউথ ওয়ালসের হাসপাতালগুলোতে আর ৯ জন ভিক্টোরিয়াতে।
এই পর্যন্ত অষ্ট্রেলীয়াতে সর্বমোট টিকা দেওয়া হয়েছে-
১ম ডোজ ৫২.০% আর ডাবল ডোজ ২৯.০% অষ্ট্রেলীয়ার মোট জনসংখ্যার।
2021-09-13 17:23:01
2021-09-13 07:23:01