আজ ১৮ই আগস্ট করোনা ভাইরাসের সর্বশেষ খবর

আজকেও অষ্ট্রলীয়াতে ৩ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। নিউ সাউথ ওয়ালসে করোনা ভাইরাসে সর্বোচ্চ রেকর্ড  স্বাস্থ্য বিভাগের রেকর্ড অনুসারে গত ২৪ ঘন্টায় নিউ সাউথ ওয়ালসে করোনায় সনাক্ত ৬৩৩ জন, ভিক্টোরিয়াতে ২০, ক্যানবেরায় ২২ জন, অবারসিস করেন্টাইনে ৬ জনসহ মোট ৬৮১ জন সনাক্ত। 
অষ্ট্রেলীয়াতে সর্বমোট করোনা ভাইরাসে  ছে ৪০,৭৭৪ জন, করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মারা গেছে ৯৭০ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা ছে ১৮০,১২৫ টি। এই পর্যন্ত সর্বমোট কোভিড-১৯ টেষ্ট করা ছে ২৮,৫৭০,৭২০ টি। 
বর্তমানে অষ্ট্রেলীয়াতে করোনা রোগীর সংখ্যা ৮৪৫০ জন, হাসপাতালে ভর্তি আছে ৫০৩ জন। আইসিইউতে মুমুর্ষু অবস্থায় ভর্তি আছে ৮০ জনের ৭৭ জনই নিউ সাউথ ওয়ালসের হাসপাতালগুলোতে। 
এই পর্যন্ত অষ্ট্রেলীয়াতে সর্বমোট টিকা দেওয়া হয়েছে ১৫,৮৯২,২৬০ জন। ১ম ডোজ দেওয়া হয়েছে ১০,১৯৫,৮৪২ জনকে এবং ডাবল ডোজ দেওয়া হয়েছে ৫,৬৭১,৪৪২ জনকে।

2021-09-01 18:32:03

2021-09-01 08:32:03

Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *