আজ সিডনির তাপমাত্রা ৪১ ডিগ্রী, সকাল থেকেই লু হাওয়া বইছিল। কোথাও দাড়ানো যাচ্ছে না, অতি গরমে ৩টি স্হানে ৩টি দুর্ঘটনা ঘটে।
১) এ্যাপিংয়ের রৌশন স্ট্রীটে একটি ক্যাফেতে আগুন লাগলে ক্যাফটিই পুড়ে যায়।
২) হোমবুশের অষ্ট্রেলীয়া এভিনিউ এবং হোমবুশ বে ড্রাইভে ঘাস হতে অগ্নিকাণ্ডের সুচনা হলে আগুনটি ছড়িয়ে যায় এবং নিয়ন্ত্রণের আনার চেষ্টা চলছে।
৩) ওয়েষ্টার্ণ সিডনির নর্থমিড সাভার্ভের হোয়াইট হেভেন রোডের মাক্সাম পার্কের গাছ হতে অগ্নেকান্ডের সূচনা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বুশ ফায়ারটি আবাসিক এলাকার কাছেই চলে আসে, ফায়ার ফাইটাররা শুরু থেকেই আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
2021-03-07 02:57:48
2021-03-06 15:57:48