সিডনীতে দৈনিক গড়ে প্রায় ৬০০ এর বেশী লোক আক্রান্ত হচ্ছে, গত ৫ সপ্তাহ ধরে চলছে লকডাউন, সেটাও আগামী সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং আগামী সোমবার রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রতিরাতে কারফিউ ঘোষণা করা হয়েছে।
লকডাউনের বিরুদ্ধে আজ সহিংস হয়ে উঠেছে মেলবোর্নে৷ আন্দোলনকারীরা দুপুর ২টা থেকেই মেলবোর্ন শহরে জড়ো হতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ টিয়ারশেল ব্যবহার করেছে এবং ৫০ জনকে গ্রেফতার করেছে।
মেলবোর্ন ছাড়াও অষ্ট্রেলীয়ার প্রাণকেন্দ্র সিডনিতে লকডাউন বিরোধীরা তৃতীয় দফায় আন্দোলনের চেষ্টা করেছিল। সিডনিতে ১৫০০ পুলিশ প্রস্তুত থাকায় আন্দোলনকারীরা সুবিধা করতে পারেনি, সিডনিতে ইতিমধ্যে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে৷ এছাড়া ব্রিসবেন, পার্থসহ অনেক শহরেই লকডাউন বিরোধী রেলি হয়েছে৷ সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ২১৮ জনকে পুলিশ গ্রেফতার করছে এবং আন্দোলনের যারা অংশগ্রহণ করেছে তাদেরকে এবং ভিডিও ফুটেজ দেখে আন্দোলনকারীদের সনাক্ত করে প্রত্যেককে ৫,০০০ ডলার করে জরিমানা করা হবে।
2021-09-13 17:23:01
2021-09-13 07:23:01