আগামী ২৪ ঘণ্টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ: ইউক্রেনীয় প্রেসিডেন্ট

ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযানের পঞ্চম দিন আজ। এর মধ্যেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। রোববার গভীর রাতে তিনি বরিসকে বলেছেন, পরবর্তী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য খুব ‘গুরুত্বপূর্ণ’ হবে। 
ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেন, ফোনালাপে জনসন রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির নেতৃত্বের প্রশংসা করেন। জনসন বলেন, যুক্তরাজ্য ও তার মিত্রদের কাছ থেকে ইউক্রেনে প্রতিরক্ষামূলক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে যুক্তরাজ্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে। 
এদিকে সেনা কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার সেনারা প্রায় সব দিক দিয়ে গোলাবর্ষণ চালিয়ে যাওয়ায় গতকাল রোববার ইউক্রেনের সেনাবাহিনীর জন্য কঠিন এক সময় ছিল। 
রাশিয়ার চার দিনের হামলায় ইউক্রেনের ৩৫২ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। অন্যদিকে ইউক্রেনের সেনাদের প্রতিরোধে রাশিয়ার ৪ হাজার ৩০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করছে ইউক্রেন সরকার।

2022-04-09 16:35:27

2022-04-09 06:35:27

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *