আগামীকাল থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া উত্তেজনাকর টেস্ট সিরিজ

আগামীকাল থেকে চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে সফরকারী ভারত ও স্বাগতিক অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টটি হবে দিবা-রাত্রির, এই নিয়ে দ্বিতীয়বারের মত দিবা-রাত্রির টেস্ট খেলবে ভারত। ২০১৯ সালের নভেম্বরে দেশের মাটিতে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম গোলাপি বল-এ টেস্ট খেলেছিলো টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ ছিলো বাংলাদেশ। টেস্টটি ইনিংস ও ৪৬ রানে জিতেছিলো ভারত।

তবে দিবা-রাত্রির টেস্ট খেলার অভিজ্ঞতায় ভারতের চেয়ে অনেক এগিয়ে অস্ট্রেলিয়া। ৭টি টেস্ট খেলেছে তারা। সবগুলোই দেশের মাটিতে এবং জিতেছেও শতভাগ।

তাই এ টেস্টে ভারতের চেয়ে এগিয়ে থেকেই মাঠে নামছে অস্ট্রেলিয়া। এগিয়ে থাকার সুবিধা নিয়ে জয় দিয়ে সিরিজ শুরু করতে মুখিয়ে আছে অস্ট্রেলিয়া। দলের অধিনায়ক টিম পাইন বলেন, জয় দিয়ে সিরিজ শুরুটা সব সময়ই দারুন কিছু। আমরা জয় দিয়ে সিরিজ শুরু করতে চাই। দিবা-রাত্রির টেস্ট খেলার অভিজ্ঞতাতে আমরা এগিয়ে। এটিও আমাদের জন্য সুবিধা।

এদিকে, অনুশীলনে কোমরে ব্যথা পান অস্ট্রেলিয়ার দলের সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। তাই তার খেলা নিয়ে সংশয় রয়েছে। তবে স্মিথের খেলার ব্যাপারে আশাবাদি অস্ট্রেলিয়ার অধিনায়ক পাইন। তিনি বলেন, ‘স্মিথের খেলার প্রস্তুতি রয়েছে। একদিন বিশ্রাম নিলেই সুস্থ হবার সম্ভাবনা রয়েছে।’

চলতি সফরে অস্ট্রেলিয়ার কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে লড়াই শুরু করেছিলো ভারত। এরপর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে বদলা নেয় টিম ইন্ডিয়া। তাই আত্মবিশ্বাসটা শক্তপোক্তও রয়েছে ভারতের। সেই সাথে গেল সফরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের রেকর্ডও ভুলে যায়নি দলটি।

তবে প্রথম টেস্টের পর নিয়মিত অধিনায়ক ও দলের সেরা খেলোয়াড় বিরাট কোহলিকে পাচ্ছে না ভারত। প্রথম সন্তানের বাবা হবার অদ্ভুত অনুভূতির স্বাদ নিতে প্রথম টেস্টের পর দেশে ফিরে যাবেন কোহলি।

তবে মাঠে তীব্র লড়াই হবে বলে মনে করেন ভারত অধিনায়ক কোহলি, ‘আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। বিশ্বের সেরা দু’টো শক্তিশালী দল একে অন্যের বিপক্ষে খেলতে নামবে। তাই মাঠে তীব্র লড়াই-ই হবে। সব সময় যেমন হয়, তেমনই প্রতিন্দ্বন্দিতাপূর্ণ হবে। আমাদের লক্ষ্য থাকবে প্রথম টেস্ট জয়। যাতে পরের ম্যাচগুলোতে চাপ কমে যায়।’

অস্ট্রেলিয়া দল : টিম পাইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), জো বার্নস, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মাইকেল নেসার, মইসেস হেনরিকস, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন ও ম্যাথু ওয়েড।

ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, হনুমা বিহারি, শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ঋসভ পান্ত (উইকেটরক্ষক), জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, উমেশ যাদব, নবদীপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজ।

2021-03-04 07:53:28

2021-03-03 20:53:28

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *