করোনা ভাইরাসের বাধা ডিঙিয়ে মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। দিন পাচেক পরই সাউদাম্পটনে শুরু হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট। শুধু ক্যারিবিয়ানরা নয় ইংল্যান্ড হোম সিরিজ খেলবে পাকিস্তানের বিরুদ্ধেও। ইতোমধ্যে পাকিস্তান দল লন্ডনে পৌঁছে গেছে।
দক্ষিণ এশিয়ার মধ্যে গত মাসেই ক্রিকেটীয় কার্যক্রম শুরু করেছিল শ্রীলঙ্কা। উপমহাদেশের মধ্যে করোনা পরিস্থিতি সবচেয়ে ভালো মোকাবেলা করেছিল দ্বীপদেশটি।
কিন্তু করোনার প্রকোপ কমেনি এখনও বাংলাদেশে, ভারতে। প্রাণঘাতী ভাইরাসের আতঙ্ক কাঁপিয়ে যাচ্ছে বাংলাদেশকে। প্রতিদিনই মানুষ মরছে, নতুন আক্রান্ত রোগী বাড়ছে।
ব্যতিক্রম হয়ে আছে শুধু ক্রীড়াঙ্গন। জুলাই মাসেও কোনো খেলাধুলা শুরু না করার নির্দেশনা রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে। ইতোমধ্যে ক্রিকেটসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন ফেডারেশনের অফিস খুলেছে। দাপ্তরিক কাজ হচ্ছে। সেটা অবশ্য অনলাইনে। করোনা পরবর্তী ক্রিকেট শুরুর রুপরেখা ও তৈরি করে রেখেছে বিসিবি।
সম্প্রতি ক্রিকেট শুরুর ইঙ্গিত দিয়েছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ক্রিকেট ফেরাতে মাঠগুলো প্রস্তুত করে রাখা হয়েছে। ক্রিকেট পুনরায় শুরুর খুব কাছাকাছি আছে বিসিবি।
চলতি জুলাই মাসে বা আগস্টের প্রথম সপ্তাহে সচল হবে দেশের ক্রিকেট। প্রাথমিকভাবে ফিটনেস ক্যাম্প দিয়েই ক্রিকেটাররা ফিরবেন হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। মেডিক্যাল বিভাগের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে সব কার্যক্রম।
ক্রিকেট শুরুর জন্য পরিস্থিতি উন্নতির কথাই বলছে বিসিবি। আরও কিছু দিন পর্যবেক্ষণ করতে চায় তারা। সেক্ষেত্রে জুলাই মাসে ক্রিকেট শুরুর সম্ভাবনা কম। আগস্টের শুরুতেই হতে পারে ঈদুল আযহা। ঈদের ছুটি মিলিয়ে আরও বাড়তি কিছুদিন সময় পাবে বিসিবি।
ততদিনে আরও উন্নতির আশা করছে বোর্ড। ক্রিকেট ফেরানোর জন্য তাই আগস্টের দিকেই তাকিয়ে আছে বিসিবি। তবে আগামী কয়েকদিন বড়সড় উন্নতি হলে ২০ জুলাইয়ের পরও মাঠে ফিরতে পারেন ক্রিকেটাররা।
2021-05-04 15:12:04
2021-05-04 22:12:04