আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা কর্মীরা কর্মসূচীর নামে বাসায় বসে হিন্দি সিনেমা দেখে। তিনি বলেন রাজনীতির মাঠ সুখকর নয়। যখন আমরা বিরোধী দলে ছিলাম আমাদের নেতা কর্মীরা মাঠে থাকত। আর তারা বাসায় বসে হিন্দি সিনেমা দেখে এবং পুলিশের কি করে তার খবর নেয়।
রোববার (৩ জানুয়ারি) ১১টার দিকে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলমান ইস্যুতে সাংবাদিক সম্মেলন কালে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল বলেন, বিএনপির মুখে আন্দোলনের কথা শুনতে শুনতে ১২ বছর কেটে গেল আর কবে হবে আন্দোলন। বছরের শুরুতে তারা বলে গণঅভ্যূত্থানের মাধ্যমে সরকার পতন করব। যারা আজ পর্যন্ত একটা ঢেউ তুলতে পারেনি তারা করবে গণঅভ্যুত্থান। তাদের নেতা কর্মীদের চাঙা রাখতে এসব ফাকা বুলি ছাড়ে।
কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তি তাদের সাফল্য, কিন্তু সম্পূর্ণ কৃতিত্ব শেখ হাসিনার। বিএনপি রাস্তায় এক কিলোমিটার মিছিল বের করতে পারে নি খালেদা জিয়ার জন্য। তারা কি করেছে বেগম জিয়ার জন্য?
ওবায়দুল কাদের করোনা ভ্যাকসিনের ব্যাপারে বলেন, ‘ভ্যাকসিনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন- চলতি মাসের শেষ দিকে করোনা ভ্যাকসিন আসতে পারে। তিনি আরো বলেন, এত বছর ধরে একটি সরকার ক্ষমতায় আছে বলে ফলে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারছেন। আমাদের দেশে এক সরকার গেলে অন্য সরকার সেটা বাতিল করে। এমনও হতে পারে পদ্মা সেতু আওয়ামী লীগ করছে বিএনপি এলে ভেঙে দিতে পারে।
শিক্ষাপ্রতিষ্ঠান খুলার ব্যপারে মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন বলে জানান।
প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। মরহুমের আত্মার শান্তি কামনা করে ওবায়দুল কাদের বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলাম দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
2021-03-04 07:00:50
0000-00-00 00:00:00