আওয়ামীলীগের সম্প্রীতির সমাবেশে মারামারি, আহত ১০

সাম্প্রদায়িক সন্ত্রাস, রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে কুমিল্লা উত্তর জেলা ও দেবীদ্বার উপজেলা যুবলীগের আয়োজনে শান্তি-সম্প্রীতি র‍্যালি ও আলোচনা সভা চলাকালে ব্যানার ধরা নিয়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 
দেবীদ্বার উপজেলায় ঘটা এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মারাত্মক আহত সোহাগ (১৯) ও মামুনুর রশীদ (২০) নামের দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। 
সূত্র জানায়, নেতাকর্মীরা স্বাধীনতা চত্বরের বেদিতে জুতা পায়ে উঠে বক্তব্য দেয় এবং সংঘর্ষ চলাকালে বেদির সৌন্দর্যবর্ধনে দৃষ্টিনন্দন ঝলকবাতির পিলারগুলোও ভেঙে ফেলে। 
শনিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যার পর পর্যন্ত দেবীদ্বার নিউমার্কেটস্থ স্বাধীনতা চত্তরের সামনে এবং পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 
সংগঠনের নেতারা জানান, যুবলীগ নেতা আনিছুর রহমান ব্যানারের একপাশে ধরে থাকলে অপর সেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম ব্যানার ধরতে চায়। এ সময় ব্যানার নিয়ে টানাটানি শুরু হলে এক পর্যায়ে দুইজনের মধ্যে প্রথমে ধাক্কা-ধাক্কি হয়। পরে তাদের সমর্থকদের মধ্যে দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। 
ঘটনার এক পর্যায়ে সেচ্ছাসেবক লীগ নেতা জহীর হোসেনের দেবীদ্বার পুরাতন বাজারস্থ ব্যক্তিগত কার্যালয়ে হামলার সংবাদ পাওয়া যায়। পরে জহির সমর্থকরা সেখানে ছুটে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে বেশ কয়েকজন আহত হন। 
বিষয়টি নিয়ে স্থানীয় একাধিক যুবলীগ নেতার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি ও ফোন বন্ধ পাওয়া যায়। 
তবে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও যুবলীগ উত্তর জেলার সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজের প্রভাষক সাইফুল ইসলাম শামিম ব্যানার ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের সত্যতা স্বীকার করেছেন। 
তিনি বলেন, ঘটনাটি রাজনৈতিক বা সাংগঠনিক বিষয় নয়। সেচ্ছাসেবক লীগ নেতা জহীর এবং যুবলীগ নেতা আনিসের মধ্যে ব্যানার ধরা নিয়ে হাতাহাতি ও পরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দামের অফিস ভাঙচুরের সংবাদে জহীর গ্রুপের লোকজন ঘটনাস্থলে যাওয়ার সময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তবে অফিস ভাঙচুরের ঘটনা ঘটেনি। 
এছাড়া স্বাধীনতা চত্তরের বেদিতে উঠে বেদির অবমাননার বিষয়টি সঠিক নয় বলে জানান তিনি। তিনি বলেন, বেদিতে আমাদের নেতাকর্মীরা বক্তৃতা দিলেও জুতা খুলে উঠেছিল। পরে তাদের সবাইকে নামিয়ে দেই। বেদির দৃষ্টিনন্দন বৈদ্যুতিক বাতির যে ক্ষতি হয়েছে, তা আগামীকাল মেরামত করে দেবো।

2022-04-09 16:39:50

2022-04-09 06:39:50

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *