আওয়ামীলীগের এমপি পাপুলের কুকর্মের জন্য কুয়েতে এখন বাংলাদেশের রাষ্টদূত বিপদে

মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার সাংসদ শহীদুল ইসলাম পাপুলের মামলায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালামকেও অভিযুক্ত করা হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম পর্যবেক্ষণকারী লন্ডনভিত্তিক সংস্থা দ্য মিডল ইস্ট মনিটর।

এই মামলার বিস্তারিত তথ্যের উদ্ধৃতি দিয়ে শুক্রবার প্রতিবেদনটিতে বলা হয়েছে, ‘কুয়েতে মানবপাচারের যে অভিযোগে বাংলাদেশের এমপি গ্রেপ্তার হয়েছেন, তাতে বলা হয়েছে এর সঙ্গে তিনি একা যুক্ত নন। এখন দেখা যাচ্ছে ঢাকার রাষ্ট্রদূতও এই অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারেন।’

এই খবর এমন সময়ে আসলো যখন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ঘটনার সঙ্গে রাষ্ট্রদূতের সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখা হবে।

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে অভিযোগগুলো দেখা যাক, অভিযোগগুলো দেখলে পরে কিছুটা যদি বুঝা যায়, কিছুটা সত্যতা আছে, তাহলে নিশ্চয়ই তদন্ত হবে।’

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলকে ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুলের সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি রয়েছে। তবে তিনি সেখানকার নাগরিক নন।

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কালামের মেয়াদ চলতি মাসে শেষ হয়ে যাচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ মাসেই উনি চলে আসবেন। আমরা নতুন রাষ্ট্রদূত কে হবেন, সেটাও নির্ধারণ করেছি। যেকোনো দিন উনি যাবেন।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *