স্পোর্টস ডেস্ক : ২০২২ সাল থেকে ১০ দল নিয়ে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বৃহস্পতিবার ৮৯ তম বার্ষিক বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
নতুন দল হিসেবে নাম লেখানোর তালিকায় উপরে সাড়িতেই আছে আহমেদাবাদ ও কোচি শহরের ফ্রাঞ্চাইজিরা। গুঞ্জন ছিল পরবর্তী আসরেই বাড়তে পারে আইপিএলের দল সংখ্যা।
কিন্তু হাতে চার মাসের মতো কম সময় থাকায় আগের নিয়মেই অটল থাকে বিসিসিআই। করোনার প্রাদুর্ভাবে ভারতের বদলে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল গত আসর।
তবে আগামী আসরটি নিজেদের দেশেই আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই।
2021-03-04 07:13:09
2021-03-03 20:13:09