আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় হতে যাচ্ছেন অস্ট্রিলিয়ার স্টার্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। এ নিলামে নাম উঠবে অস্ট্রেলিয়া স্টিভ স্মিথ ও  ম্যাক্সওয়েলের মতো তারকাদের। আসন্ন এই নিলামকে নিয়ে সম্প্রতি ভবিষ্যতবাণী করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও বর্তমানে ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া।

আকাশ চোপড়ার মতে, এবারের নিলামে সবচেয়ে দামী খেলোয়াড় হবেন অজি তারকা পেসার মিচেল স্টার্ক। শুধু তাই নয়, আকাশ মনে করেন, নিলামে অতীতের সব রেকর্ড ভেঙে দিবেন স্টার্ক।

এছাড়া আফগান স্পিনার মুজিব উর রহমান জাদরান, ক্রিস গ্রিন, কাইল জেমিসনরা বড় অঙ্কের টাকায় বিক্রিত হবে বলেও আকাশ মনে করেন। গ্লেন ম্যাক্সওয়েল ও নাথান কোল্টার-নাইলরাও বড় অঙ্কের টাকায় বিক্রিত হবে নিলামে।

এবার সবচেয়ে বেশি ৫৩.২০ কোটি ভারতীয় রুপি নিয়ে নিলামে অংশগ্রহণ করবে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব। এর পরেই রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কোহলির দল নিলামে নামবে ৩৫.৯০ কোটি ভারতীয় রুপি নিয়ে। কলকাতা নাইট রাইডার্স ও হায়দরাবাদ নিলামে নামতে পারে কমপক্ষে ১০.৭৫ কোটি ভারতীয় রুপি নিয়ে।

ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ সর্বাধিক ২২ খেলোয়াড় রেখে দিয়েছে। কোহলিরা স্কোয়াডে রেখেছে শুধু ১২ খেলোয়াড়।

2021-05-04 21:43:06

2021-01-28 17:51:11

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *