আইপিএলে সাকিবের দল না পাওয়া নিয়ে মুখ খুললেন শিশির

আসন্ন আইপিএলে সাকিব আল হাসানের দল না পাওয়া নিয়ে রীতিমতো ঝড় বইছে দেশের ক্রিকেটাঙ্গনে। কেবল ভক্ত বা বাংলাদেশের সাধারণ ক্রিকেট দর্শকই নন; দেশসেরা অলরাউন্ডারের দল না পাওয়ার আলোচনায় যোগ দিয়েছেন তার বেশ কয়েকজন জাতীয় দলের সতীর্থও। 
এবার সেই আলোচনার টেবিলে শামিল হলেন সাকিবের স্ত্রী সাকিব উম্মে আল হাসানও। প্রথমবারের মতো আইপিএলে সাকিবের উপেক্ষিত হওয়ার কারণ জানালেন তিনি। 
আইপিএল চলাকালীন দুটি দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টাইগাররা। আশা করা হচ্ছে, এপ্রিলের প্রথমদিকে শুরু হবে এবারের আইপিএল। 
আর তার আগে শেষ হয়ে যাবে দ. আফ্রিকা-বাংলাদেশের ওয়ানডে সিরিজ। তবে দুই দলের টেস্ট সিরিজ ও আইপিএল শুরু হতে পারে প্রায় একই সময়ে। যার কারণে আইপিএল খেলতে সাকিবের দ. আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ না খেলার প্রাথমিক কথা শোনা গিয়েছিল। আর আইপিএলের শেষদিকে বাংলাদেশ টেস্ট সিরিজ।

2022-04-09 16:35:54

2022-04-09 06:35:54

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *