আইপিএলে খেলতে সাকিব-মুস্তাফিজকে বাধা দেবে না বিসিবি

স্পোর্টস ডেস্ক: স্থগিত হওয়া আইপিএলের অসমাপ্ত অংশ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর-অক্টোবরে, বিশ্বকাপের আগমুহূর্তে। নিউজিল্যান্ড সিরিজ শেষ করার পর বিশ্বকাপের আগে বাংলাদেশের আর কোনো আন্তর্জাতিক সূচি নেই। ফাঁকা সময়ে তাই আইপিএল খেলতে যাবেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

বিশ্বকাপের আগে ক্রিকেটাররা চাইছেন বিশ্রাম। বোর্ডও তাদের বিশ্রামের বিষয়টি বিবেচনায় রেখেছে। আবার কেউ কেউ চাইছেন, আগেভাগে বিশ্বকাপের প্রথম রাউন্ডের ভেন্যু ওমানে গিয়ে ক্যাম্প করুক দল।

এই দুইয়ের ডামাডোলে সাকিব-মুস্তাফিজ আইপিএলে খেলার অনুমতি পাবেন কি না এ নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। তবে সেই ধোঁয়াশা দূর করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। দুই ক্রিকেটার আইপিএলে খেলার এনওসি বা অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছেন জানিয়ে আকরাম বলেন, বোর্ড দুই ক্রিকেটারের আইপিএলে অংশগ্রহণের ব্যাপারে ইতিবাচক।

আকরাম বলেন, ‘মুস্তাফিজ অনুমতি চেয়ে কিছুদিন আগে আবেদন করেছে। সাকিব গতকাল আবেদন করেছে এনওসির জন্য। আমরা ১ তারিখ এই ব্যাপারে সিদ্ধান্ত নিব। এটা তো আমাদের জন্য অনেক ভালো যে আমাদের ক্রিকেটাররা আইপিএলের মতো উঁচু মানের টুর্নামেন্টে খেলবে। সেখানে যদি ভালো করে, দলের জন্য উপকার হবে। এই কন্ডিশনেই আমরা বিশ্বকাপ খেলব।’

আকরাম আরও বলেন, ‘বোর্ড তাদের এনওসি দেওয়ার ব্যাপারে ইতিবাচক। মনে হয় কোনো সমস্যা হবে না

2021-09-01 18:31:24

2021-09-01 08:31:24

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *