আইপিএলের কারণে কামিন্স-ওয়ার্নারদের ছাড়াই পাকিস্তানে খেলবে অস্ট্রেলিয়া

দীর্ঘ ২৪ বছর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টেস্ট, ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে অজিরা। টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের কথায় টেস্টের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেই অনেক তারকা ক্রিকেটার। 
আগেই গুঞ্জন উঠেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে তারকা ক্রিকেটারদের পাবে না অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণার পর বিষয়টি সামনে আসলো। দলে নেই প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, জস হ্যাজলউড ও মিচেল স্টার্কের মতো ক্রিকেটাররা। 
পাকিস্তানে না খেললেও প্রথম সপ্তাহে তাদের পাবে না আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো। কারণ ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে অংশ নিতে ক্রিকেটারদের নতুন নিয়ম বেঁধে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চুক্তিবদ্ধ ক্রিকেটাররা জাতীয় দলের খেলা চলাকালীন অন্য কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। 
এদিকে সীমিত ফরম্যাট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে দলটির নিয়মিত উইকেটরক্ষক ম্যাথু ওয়েডকে। তার পরিবর্তে উইকেটের পেছনে অভিষেক হতে যাচ্ছে জস ইংলিশের। অন্যদিকে বিয়ের জন্য পাকিস্তান সফর থেকে আগেই ছুটি নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। 
স্কোয়াড- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, জ্যাসন বেরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা। 
উল্লেখ্য, পাকিস্তান সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। আগামী ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুইদল। এরপর ১২ মার্চ করাচিতে ও ২১ মার্চ লাহোরে সিরিজের বাকি দুইটি টেস্ট অনুষ্ঠিত হবে। 
রাওয়ালপিন্ডিতে তিনটি ওয়ানডে ম্যাচ গড়াবে যথাক্রমে ২৯, ৩১ মার্চ ও ২ এপ্রিল। আর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ এপ্রিল। টি-টোয়েন্টি ম্যাচও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।

2022-04-09 16:35:54

2022-04-09 06:35:54

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *