করোনার বিধিনিষেধ না মেনেই টিম হোটেল ছেড়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সহ য়্যুভেন্তাসের বেশ কয়েকজন তারকা ফুটবলার। ফলে তাদের সবাইকে আইনের মুখোমুখি হতে হবে। পেতে পারেন শাস্তিও। এমনটাই বলছে ইতালির তুরিনের স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
কেবল রোনালদোই নন, আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা, হুয়ান কোয়াদ্রাদো, দানিলোর মতো তারকা ফুটবলাররাও একই দোষে দুষ্ট। দেশের হয়ে খেলার জন্য করোনা টেস্টের ফলাফলের জন্য অপেক্ষা না করেই টিম হোটেল ছাড়েন তারা। এরইমধ্যে দেশেও পৌঁছে গেছেন।
ইতালিয়ান ফুটবলে বেড়েছে করোনার আগ্রাসন। গেল সপ্তাহেই সিরিআ ক্লাব জেনোয়ার খেলোয়াড়-কর্মকর্তাসহ ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া, নাপোলিরও বেশ কয়েকজন ফুটবলার করোনা আক্রান্ত হন। চলতি সপ্তাহেই য়্যুভেন্তাসের ২জন ফুটবলারও করোনা পজিটিভ হন। যে কারণে য়্যুভেন্তাস বনাম নাপোলির ম্যাচটি স্থগিতও করা হয়।
এতকিছুর পর তুরিনের স্বাস্থ্যবিভাগের নিয়মানুযায়ী, কেউ টিম হোটেল ছাড়তে চাইলে অবশ্যই করোনা টেস্ট করেই বের হতে হবে তাকে। তবে নিয়ম মানেননি রোনালদো-দিবালাসহ অন্যরা। টেস্ট করালেও, রেজাল্টের অপেক্ষা না করেই দেশের বিমান ধরেছেন তারা। ফলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে আইনবিভাগ।
স্থানীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক রবার্তো টেস্টি বলেন, আমাদেরকে ক্লাব কর্মকর্তারাই জানিয়েছে যে, তাদের কয়েকজন ফুটবলার আইসোলেশন ভেঙেছে এবং হোটেল ছেড়েছে। ফলে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এরপর রাষ্ট্রপক্ষ যে আদেশ দেয়, সেটিই মানতে হবে ওদেরকে।
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00