অ্যাশেজে অনিশ্চিত হওয়ায় অবসরে অস্ট্রেলিয়ান পেসার প্যাটিনসন অস্ট্রেলিয়ান পেসার জেমস প্যাটিনসনের। তাই ইংল্যান্ডের বিপক্ষে ওই সিরিজে অস্ট্রেলিয়া দলে সুযোগ পাওয়া প্রায় অসম্ভব। মূলত এজন্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই অজি পেসার।
তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেও খেলা থেকে সরে যাচ্ছেন না ৩১ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। নিজের রাজ্য দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অবসরের কথা জানানোর সময় প্যাটিনসন বলেন, ‘অ্যাশেজকে সামনে রেখে প্রাক-মৌসুমের দিকে তাকিয়ে ছিলাম আমি। কিন্তু শেষ পর্যন্ত আসন্ন মৌসুমের জন্য প্রস্তুতি নিতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘অ্যাশেজ দলের সদস্য হওয়ার জন্য আমাকে নিজের প্রতি ও সতীর্থদের প্রতি ন্যায় করতে হতো। যখন আমাকে শতভাগ ফিট থাকতে হবে, তখন নিজের শরীর নিয়ে লড়তে চাই না আমি। এটাই আমার জন্য এবং দলের জন্য যথাযথ হবে।’
উল্লেখ্য, অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের পক্ষে ২১ টেস্ট, ১৫ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে তিন ফরম্যাট মিলে তার শিকার ঠিক ১০০ উইকেট।
2022-04-09 16:39:50
2022-04-09 06:39:50