অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে অস্ট্রেলিয়ার এক অসুস্থ অভিযাত্রীকে উদ্ধার করা হয়েছে। পাঁচ দিনব্যাপী এই মিশনে ব্যবহার করা হয় জাহাজ, হেলিকপ্টার ও বিমান। অস্ট্রেলিয়া, চীন ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এ মিশনে অংশগ্রহণ করে।
অস্ট্রেলিয়ান অ্যান্টার্কটিক ডিভিশন (আড) এই ঘটনাকে অসাধারণ সাফল্য বলে উল্লেখ করেছে। এই অপারেশনকে জটিল ও চ্যালেঞ্জিং বলে বর্ণনা করে তারা। উদ্ধার হওয়া অভিযাত্রীর বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এটি করোনাভাইরাস সংক্রান্ত অসুস্থতা নয়। উদ্ধার অভিযান যখন শুরু হয় তখন ওই অভিযাত্রী দক্ষিণ অ্যান্টার্কটিকায় অবস্থিত অস্ট্রেলিয়ার ড্যাভিস গবেষণা স্টেশনে ছিলেন।
আডের পক্ষ থেকে বলা হয়, মিশনের সময় ‘সৌভাগ্যবশত’ একটি চীনা বরফভাঙা জাহাজ সেখান থেকে পার হয়ে যাচ্ছিল। ড্যাভিস স্টেশন থেকে ৪০ কিলোমিটার দূরের একটি দ্বীপে একটি অস্ট্রেলীয় টিমকে পাঠানোর জন্য সেই জাহাজ তাদের হেলিকপ্টার প্রেরণ করে।
ওই টিমের কাজ ছিল একটি মার্কিন বিমানের জন্য স্কি-ওয়ে তৈরি করা যাতে সেই অসুস্থ অভিযাত্রীকে উদ্ধার করা যায়।
2021-03-04 07:11:23
2021-03-03 20:11:23