অ্যাডিলেডে অস্ট্রিয়ার বিপক্ষে টেস্টে লজ্জার রেকর্ড ভারতের

সন্তান সম্ভবা আনুশকা শর্মা। এজন্য অ্যাডিলেড টেস্ট খেলেই দেশে ফিরবেন বিরাট কোহলি। সিরিজে এগিয়ে যেতে ভারত তাই এই ম্যাচে জয় পেতে বেশ মরিয়া। অথচ দিবা-রাত্রির এই টেস্টেই কিনা লজ্জার রেকর্ড গড়লো ভারত।

দ্বিতীয় ইনিংসে অল আউট হল মাত্র ৩৬ রানে। এটাই এখন টেস্টের কোনো ইনিংসে ভারতের সর্বনিম্ন। এর আগে ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ৪২ রানে অলআউট হয় ভারত।

অ্যাডিলেডে টস জিতে আগে ব্যাট করতে নামে ভারত। সবকয়টি উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ২৪৪ রান তোলে তারা। যেখানে সর্বোচ্চ ৭৪ করেন অধিনায়ক কোহলি।

এছাড়াও ৪৩ এবং ৪২ রানের আরও দুটি মাঝারি ইনিংস খেলেন চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানে। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ৪টি এবং প্যাট কামিন্স নেন ৩ উইকেট।

ভারতকে লজ্জা দেওয়ার দিনে পাঁচ উইকেট তুলেন নেন জস হ্যাজলউড। এছাড়াও প্যাট কামিন্সের শিকার চার উইকেট। গোলাপি বলের ম্যাচটি জিতলে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে ৯০ রান। প্রথম ইনিংসে তারা অলআউট হয়েছিল ১৯১ রানে।

2021-05-04 20:32:33

0000-00-00 00:00:00

Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *