আগামী ৭ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। এরপর গ্যাবায় সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচ খেলবে দুইদল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ জানুয়ারি।
তৃতীয় ম্যাচ এখনো মাঠে গড়ায়নি। এর আগেই শিরোনামে সিরিজের শেষ টেস্ট। অস্ট্রেলিয়ান গণমাধ্যম জানিয়েছে, গ্যাবায় বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে চায় না ভারতীয় দল। তাই সেখানে চতুর্থ টেস্ট খেলতে চায় না তারা।
তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী নিক হকলি। তিনি জানিয়েছেন, দুই দলই গ্যাবায় চতুর্থ টেস্ট খেলতে রাজি।
তিনি বলেন, বিসিসিআই কর্তাদের সঙ্গে আমার প্রতিদিন কথা হয়। সরকারিভাবে তারা আমাদের এখনও কিছু জানায়নি। তবে সূচি অনুযায়ী দুই দলই গ্যাবায় টেস্ট খেলতে রাজি।
2021-08-07 01:24:49
2021-08-06 15:24:49