ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সফল সিরিজ শেষ করেছে পাকিস্তান। টেস্ট সিরিজ হারলেও ওয়ানডেতে পাকিস্তান ছিল সফল। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জেতে বাবর আজম শিবির। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে অবশ্য জেতে অস্ট্রেলিয়া।
ওয়ানডে সিরিজ হারলেও দুই ফরম্যাটের জয়ে অস্ট্রেলিয়ার জন্য সফল সফর ছিল এটি। সাথে পাকিস্তানের জন্যও। কারণ অস্ট্রেলিয়ার মতো দল ২৪ বছর পর সফর করেছে পাকিস্তানে। এতে বেশ লাভবানও হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিরিজে নাকি প্রায় ২০০ কোটি টাকা আয় করেছে পিসিবি।
পিসিবি সভাপতি রমিজ রাজা বলেছেন, এই সিরিজ থেকে ২ বিলিয়ন লাভ করেছে পিসিবি। সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলের পারফরম্যান্স প্রশংসিত হচ্ছে সবার কাছ থেকে, যা দলকে অর্থনৈতিকভাবেও লাভবান করছে বলে জানিয়েছেন রমিজ।
পিসিবির সভাপতি বলেন, ‘সাম্প্রতিক সময়ে দল দারুণ পারফরম্যান্স দেখিয়েছে, যার ফলে আমাদের ক্রিকেট দল মানুষের বিশ্বাস অর্জন করেছে, যা আমাদের দলকে অর্থনৈতিকভাবে নতুন ভিত্তি দিয়েছে।’
এ সময় অস্ট্রেলিয়া সিরিজ থেকে কেমন লাভ হয়েছে জানাতে গিয়ে রমিজ আরো বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানোর পর আমাদের খেলা নিয়ে মানুষের আগ্রহ বেড়েছে। শুধু অস্ট্রেলিয়ার সফরে ২০০ কোটি টাকা পর্যন্ত লাভ হয়েছে। এগিয়ে যাওয়ার জন্য এটা একটা ইতিবাচক ব্যাপার।’
2022-04-07 05:12:52
2022-04-07 05:12:52