অস্ট্রেলিয়া থেকে কয়লা নিয়ে আসছিল এমভি জগ আনন্দ এবং এমভি অনস্তেশিয়ায়া নামে ২টি ভারতীয় জাহাজ। জগ আনন্দ ১৩ জুন চিনের জিংট্যাং বন্দরে নোঙর করে। তাতে ছিলেন ২৩ জন যাত্রী।
অন্য দিকে অনস্তেশিয়া ২০ সেপ্টেম্বর ভিড়েছিল কাওফেইডিয়ান বন্দরে। সেই থেকে ২টি জাহাজই মাল খালাসের অপেক্ষায় রয়েছে।
অভিযোগ রয়েছে যে, চীনের পক্ষ থেকে পণ্য খালাসের অনুমতি দেওয়া হচ্ছে না। বন্দরের ভাড়া গুনতে হচ্ছে। সঙ্গে কমতে শুরু করেছে ওষুধ ও খাদ্যপণ্যের ভাণ্ডার। আবার যোগাযোগ করে বন্দর ছাড়ার অনুমতি চাওয়া হলেও তা দেওয়া হয়নি।
এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, বর্তমানে খুবই খারাপ পরিস্থিতিতে রয়েছেন ওই ২ জাহাজের কর্মীরা। বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস লাগাতার চীন সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে।
তাদের কাছে বারবার আবেদনও করা হচ্ছে, জাহাজ দু’টোকে মাল খালাসের অনুমতি দেওয়া হোক। তা নাহলেও অন্তত যাতে ক্রু মেম্বারদের বদল করতে দেওয়া হয়।
2021-05-04 22:53:49
2021-03-03 20:11:36