অস্ট্রেলিয়ার ৩৩ তম অধিনায়কের চিরবিদায়

না ফেরার দেশে ফিরে গেলেন অস্ট্রেলিয়ার ৩৩তম টেস্ট অধিনায়ক ব্যারি জারমান। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভোগা জারমান গত শুক্রবার ৮৪ বছর বয়সে বিদায় নেন।

মাত্র ২৩ বছর বয়সে, ১৯৫৯ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় জারমানের। তখনকার অস্ট্রেলিয়া দলে মূল উইকেটরক্ষক ছিলেন ওয়ালি গ্রুট। যার কারণে বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি জারমানের।

দ্বিতীয় টেস্ট ম্যাচটি তিনি খেলেন ইংল্যান্ডের বিপক্ষে, ১৯৬২ সালে। ১৯৬৭ সাল থেকে নিয়মিত খেলার সুযোগ মেলে তাঁর। কিন্তু এরপর বেশিদিন খেলতে পারেননি। শেষ ম্যাচ খেলেছেন ১৯৬৯ সালে।

মাত্র ১৯ টেস্ট খেলেও, নিজ দেশকে নেতৃত্ব দেয়ার সম্মানটা পেয়ে যান জারমান। ১৯৬৮ সালের অ্যাশেজ সিরিজে হেডিংলি টেস্টের আগ মুহূর্তে নিয়মিত অধিনায়ক বিল লরি হঠাৎ ইনজুরিতে পড়েন।

এরপর অধিনায়কত্বের সুযোগ মিলে জারমানের। তাঁর নেতৃত্ব দেয়া প্রথম টেস্ট ড্র করে অস্ট্রেলিয়া। জাতীয় দলের হয়ে ক্যারিয়ার তেমন উল্লেখযোগ্য না হলেও প্রথম শ্রেণির ক্যারিয়ারে বেশ সফল ছিলেন জারমান।

উইকেটের পেছনে দাঁড়িয়ে ৪৩১টি ক্যাচ ও ১২৯ স্ট্যাম্পিং করেন জারমান। খেলোয়াড়ি জীবন শেষে আইসিসির আন্তর্জাতিক ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত ২৫ টেস্ট ও ২৮ ওয়ানডেতে রেফারির দায়িত্ব পালন করেন তিনি।

2021-05-04 02:26:50

2021-05-04 09:26:50

Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *