অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের লোকাল কাউন্সিল ইলেকসানে বাংলাদেশী প্রার্থী পরিচিতি

শামসুল আরেফীন: আসছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের লোকাল কাউন্সিল ইলেকসানে বাংলাদেশী প্রার্থী পরিচিতি ধারাবাহিক পর্বে এবারের প্রার্থী জনাব জাহিদ মজুমদার। নির্বাচন করছেন হ্যারিছন ওয়ার্ড থেকে এবারই প্রথম। ব্যক্তিগত জীবনে জনাব জাহিদ স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করছেন মেলবোর্নে হ্যারিছন ওয়ার্ডে দীর্ঘ ১২ বছর।

শিক্ষা জীবনে জনাব জাহিদ বাংলাদেশের জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে এসজিএস অস্ট্রেলিয়ায় অডিটর হিসাবে কর্মরত আছেন। এছাড়াও তিনি মেলবোর্নের পশ্চিমাঞ্চলের একটি বাংলাদেশী কমিউনিটি সংগঠনের নির্বাচিত সাধারন সম্পাদক হিসাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন।

বিশ্বব্যপি প্যেন্ডেমিকের কারনে এবারে্র নির্বাচন হবে পোস্টাল ভোটে এবং মেলবোর্নে লকডাউন থাকার কারনে প্রাথীরা প্রচার প্রচারণা করছেন মুলত সোশাল মিডিয়া ও পোস্টাল ডকুমেন্টের মাধ্যমে। এই সীমিত আকারে নির্বাচনী প্রচারণার মাঝেও তিনি সকল ভোটারের কাছে নিজের কর্ম পরিকল্পনা পৌঁছে দেবার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তিনি বাংলাদেশী কমিউনিটির সকলের কাছে সহযোগিতার কথা ব্যক্ত করে বলেন সকলের সহযোগিতা পেলে তিনি জয়ের ব্যপারে আশাবাদী।

2021-05-04 18:27:49

0000-00-00 00:00:00

Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *