নির্ধারিত সময় থেকে আড়াই দিন বেশি অবসর পেলো অস্ট্রেলিয়া। মহামারি করোনা ভাইরাসের প্রকোপ চলছে। তাই ঘুরেফিরে কিংবা শপিং করে সময়টা কাটানোর সুযোগ নেই। বন্দি থাকতে হবে হোটেল রুমেই। তবুও দুঃখ পাওয়ার কথা নয় জস হ্যাজলউডের। কারণ ভারতকে হারানোর পথে দারুণ এক রেকর্ড গড়েছেন এই পেসার।
৫ ওভারে ৮ রান খরচায় ৫ ব্যাটসম্যানকে ফেরান হ্যাজলউড
ভারতের বিপক্ষে অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ ওভার হাত ঘুরান হ্যাজলউড। ১.৬ ইকোনমিতে ৮ রান খরচায় ফেরান ৫ ব্যাটসম্যানকে। এর মাধ্যমে অস্ট্রেলিয়ানদের মধ্যে সবচেয়ে কম রান খরচায় ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। গত ৭৩ বছরে যা করে দেখাতে পারেনি অন্য কোনো অজি বোলার।
হ্যাজলউড ছাড়াও বল হাতে আলো ছড়ান প্যাট কামিন্স। ২১ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন এই দীর্ঘদেহী পেসার। যেখানে ২.০৩ ইকোনমির সাথে আছে ৪টি মেইডেন।
মূলত এই দুইজনের তাণ্ডবে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে গুটিয়ে যায় ভারত। তাদের কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। প্রথম ম্যাচ হেরে সিরিজে অনেকটাই চাপে পড়লো সফরকারীরা। কারণ বাকি ম্যাচগুলোতে অধিনায়ক বিরাট কোহলিকে পাচ্ছে না তারা।
2021-03-04 07:52:34
2021-03-03 20:52:34