অস্ট্রেলিয়ার বিগ-ব্যাশে হোবার্ট হ্যারিকেনে খেলবেন ডেবিট মালান

ইংলিশ ব্যাটসম্যান সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়েই দখল করেন টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যানের জায়গা। আসন্ন ২০২০-২১ মৌসুমের বিগ-ব্যাশ টি-টোয়েন্টি আসরে হোবার্টের হয়ে খেলবেন বলে চুক্তিসই করেছেন মালান। তবে তাদের অন্যতম খেলোয়াড় জোফরা আর্চারকে পাচ্ছে না দলটি।

হোবার্টের হয়ে খেলার সুযোগ পেয়ে মালান বলেন, আমি অত্যন্ত খুশি বিগ-ব্যাশের মতো প্রথম সারির একটি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে। আমি রোমাঞ্চিত হোবার্টে যোগ দিব বলে, সঙ্গে কৃতজ্ঞও তাদের প্রতি। মালান আরও বলেন, আমি সব সময় অস্ট্রেলিয়ান কন্ডিশনে খেলতে পছন্দ করি। আমি সেখানকার সমর্থকদের উত্তেজনা উপভোগ করি।

মালানের হোবার্টে যোগ দেয় নিয়ে দলটির কোচ অ্যাডাম গ্রিফিথ বলেন, দাউইদ মালানের সঙ্গে কাজ করব বলে দারুণ রোমাঞ্চিত আমি। সে একজন পরক্ষিত পারফর্মার। তার অভিজ্ঞতা দলের বাকি খেলোয়াড়দের সঙ্গে ভাগাভাগি করবে, ছেলেরা নতুন কিছু শিখতে পারবে। আমি মিডলসেক্সের দায়িত্বে থাকার সময় তাকে পেয়েছিলাম। সে দারুণ একজন মানুষ।

2021-05-04 20:27:35

0000-00-00 00:00:00

Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *