অস্ট্রেলিয়ার বিগব্যাশে আর কখনোই খেলতে পারবেন না সাকিব আল হাসান

এক বছরে শাস্তি শেষে আগামী ২৪ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট-এর মধ্য দিয়ে আবারও ক্রিকেট ময়দানে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছাড়াও সাকিব-আল-হাসান খেলতে পারতেন পাকিস্তান সুপার লিগ অথবা অস্ট্রেলিয়ার ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশে।

কিন্তু ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার দায়ে শাস্তি হওয়াতেই সাকিব আল হাসানের অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলার রাস্তা বন্ধ হয়ে গেল।

২০১৩-১৪ মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকারের হয়ে বিগ ব্যাশ অভিষেক হয় সাকিব আল হাসানের। এরপর ২০১৪-১৫ মৌসুমে খেলেছেন মেলবোর্ন রেনেগেডাসের হয়ে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলেছেন এই সাকিবই।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বেশ কদর আছে তার। সম্প্রতি পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানসের হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু প্লেয়ার ড্রাফটে আগে নাম না থাকায় যেতে পারেননি সাকিব।

আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ। নিষেধাজ্ঞা থেকে সেরা সাকিব আল হাসানকে দলে নেয়ার জন্য আগ্রহ দেখায় বিগ ব্যাশের একটি দল। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া নানা আইনের কারণে সেই অনুমতি পায়নি শাকিব।

বিগ ব্যাশে কোন খেলোয়াড়কে দলে নিতে হলে সবার আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার নীতি পুলিশের ছাড়পত্র দরকার হয়। সাকিব সেটি পাননি। নিয়ম অনুযায়ী শাস্তি পাওয়া ক্রিকেটারকে বিগ ব্যাশে খেলতে অনুমতি দেয় না ক্রিকেট অস্ট্রেলিয়ার নৈতিক পুলিশ বিভাগ।

2021-05-04 20:34:10

0000-00-00 00:00:00

Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *