ওডিআই সিরিজে পরাজয়ের লজ্জা ভুলে এবার টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছে ভারত। গতকাল রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে সফরকারীরা।
এর মধ্য দিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিজেদের করে নিলো বিরাট কোহলি এন্ড কোং। ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া
এদিন ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চের অনুপস্থিতিতে অজিদের হয়ে টস করতে নামেন ম্যাথু ওয়েড। পরে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয় স্বাগতিকরা। জবাবে ১৯.৪ ওভারে মাত্র চার উইকেটের বিনিময়ে এই রান অতিক্রম করে ফেলে সফরকারী দল।
ভারতের হয়ে মাত্র ২২ বল মোকাবেলায় ৪২ রানের টর্নেডো ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এ ছাড়া দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ওপেনার শেখর ধাওয়ান। তার ৩৬ বলে ৫২ রানের ইনিংসটিতে ছিল ৪টি চার ও ২টি ছক্কার মার। অপর ওপেনার লোকেশ রাহুল করেন ৩০ এবং অধিনায়ক বিরাট কোহলি করেন ৪০ রান।
ওডিআই সিরিজে পরাজয়ের লজ্জা ভুলে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছে ভারত, বাকিদের মধ্যে সঞ্জু স্যামসান করেন ১৫ রান এবং শ্রেয়াস আয়ার করেন ১২ রান। আর এতেই সহজে জয় নিজেদের করে নেয় ভারত।
এর আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫৮ রান আসে ম্যাথু ওয়েডের ব্যাট থেকে। রানআউট হয়ে সাজঘরে ফেরার আগে মাত্র ৩২ বল মোকাবেলায় তার এই ইনিংসটিতে ছিল ১০টি চার ও একটি ছক্কার মার। এ ছাড়া স্টিভেন স্মিথ করেন ৪৬ রান, ময়জেজ হেনরিকস ২৬, গ্লেন ম্যাক্সওয়েল ২২ ও মার্ক স্টোনিস করেন ১৬ রান।
ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জল ছিলেন সদ্যই আন্তর্জাতিক অঙ্গনে খেলতে নামা নাটারাজান। নির্ধারিত চার ওভারে মাত্র ২০ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন তিনি। এ ছাড়া যুযবেন্দ্র চাহাল ও শার্দুল ঠাকুর নেন একটি করে উইকেট। আর অজিদের পক্ষে একটি করে উইকেট সংগ্রহ করেন অ্যাডাম জাম্পা, মিচেল সোয়েপসন, ড্যানিয়েল স্যামস এবং অ্যান্ড্রু টয়ে।
2021-03-07 00:28:02
2021-03-06 13:28:02