২০১৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মিচেল স্টার্কের। কিন্তু চোটের কারণে সেই আসরে অংশ নিতে পারেননি এই অজি পেসার। যে কারণে অর্থ সংশ্লিষ্ট ইস্যুতে চুক্তি বীমাকারীদের বিরুদ্ধে মামলা করেছিলেন স্টার্ক।
১.৫ মিলিয়ন ডলার প্রাপ্তির সেই মামলার লড়াইয়ে সোমবার নিষ্পত্তিতে পৌঁছেছেন অস্ট্রেলিয়ার এই পেসার। ভিক্টোরিয়ান কাউন্টি কোর্টে এই মামলার শুনানি হওয়ার দু’দিন আগেই এর নিস্পত্তি হয়। একটি আর্থিক বিবরণীসহ চুক্তির শর্তাদি, এখনও প্রকাশ করা হয়নি।
কয়েক দিনের মধ্যেই লিপিবদ্ধ করার কথা রয়েছে। এ ব্যপারে স্টার্কের ম্যানেজার অ্যান্ড্রু ফ্রেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া দেয়নি। দক্ষিণ আফ্রিকা সফরকালে চোট পাওয়ায় স্টার্ককে টুর্নামেন্টটি ছাড়তে হয়েছিল।
কেপটাউনে তৃতীয় টেস্টে তার ডানপাশের টিবিয়াল হাড়ের ফাটলের কারণে সেখানেই তার জন্য সিরিজ শেষ হয়ে গিয়েছিল। লন্ডনভিত্তিক ইনস্যুরেন্স কোম্পানি লয়েডে বীমা করেছিলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক।
সেখানে শর্ত ছিল যদি ইনজুরির কারনে খেলতে না পারেন, তবে বিমা থেকে ১২ কোটি টাকা পাওয়ার কথা ছিল তার। কিন্তু সেই অর্থ প্রদানে অস্বীকৃতি জানায় বীমাকারী প্রতিষ্ঠান। এমতাবস্থায় বীমা কোম্পানির কাছ থেকে বীমা সহায়তা না পাওয়ায় সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিলেন স্টার্ক।
নিয়ম অনুযায়ী একাকি, হঠাৎ এবং অপ্রত্যাশিত চোট পেলে বীমার টাকা দেয়া হবে স্টার্ককে। কিন্তু বীমা কোম্পানির দাবি, চুক্তির আগে ইনজুরি ছিলো তার। সেই পুরনো ইনজুরি স্টার্ককে সমস্যা ফেলেছে। তাই তারা অস্বীকৃতি জানিয়েছিল।
2021-05-04 20:08:56
0000-00-00 00:00:00