অস্ট্রেলিয়ার পিচ মানেই যেন উপমহাদেশের দলগুলোর জন্য আতঙ্কের এক বিষয়। গতি আর বাউন্সে অজি পেসারদের কাছে ব্যাটসম্যানদের নাস্তানাবুদ হতে হয় বেশির ভাগ সময়। তবে বর্তমানে অস্ট্রেলিয়ার পিচে আগের মতো ভয় নেই বলে মনে করেন দেশটির সাবেক কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা।
এই মাসের শেষদিকে মাঠে গড়াবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। এটি নিয়ে কথা বলতে গিয়েই ম্যাকগ্রা জানিয়েছেন এমনটি। তবে এখনো ভারতের চেয়ে অস্ট্রেলিয়ার উইকেটে গতি বেশি আছে বলে মনে করেন সাবেক এই পেসার।
তিনি বলেন, এখন আর গতি বা বাউন্সের দিক থেকে অস্ট্রেলিয়ার পিচে আগের মতো সেই ভয় নেই। পিচগুলো এখন আর দ্রুতগতির ও বাউন্সের নেই তেমন, কিন্তু এখনো ভারতের চেয়ে বেশি আছে।
বর্তমানে প্রচুর টি-টোয়েন্টি ক্রিকেট খেলে থাকেন ব্যাটসম্যানরা। যেখানে চার-ছক্কার ফুলঝুঁড়ি ছুঁটান তারা। এই কারণেই এখন আর বাউন্সারে ব্যাটসম্যানরা খুব একটা ভীত নন বলে মনে করেন ম্যাকগ্রা। তিনি বলেন, আমরা ভারতীয় শিবির থেকে সবসময় শুনি যে তারা বাউন্স নিয়ে ভয়ে থাকে। এখন টি-টোয়েন্টি ক্রিকেট চলে এসেছে। ব্যাটসম্যানরা ভয় পেয়ে খেলে না। আমি যখন ৯৩তে খেলা শুরু করি তখন অস্ট্রেলিয়ার একেক উইকেটের চরিত্র ছিল একেক রকম।
সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজের পুরোটিতে থাকবেন না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তার না থাকা কতটা প্রভাব ফেলবে এমন প্রশ্নে ম্যাকগ্রার জবাব প্রথম টেস্টেই বোঝা যাবে সেটা।
তিনি বলেন, প্রথম টেস্টটা মজার হবে। ভারত এখনো অস্ট্রেলিয়ায় দিবা-রাত্রির টেস্ট খেলেনি। এটা কিছুটা আলাদা। এখানে বোলিং ও ব্যাটিং দুই ক্ষেত্রেই টাইমিংটা গুরুত্বপূর্ণ। যদি বিরাট কোনো প্রভাব রাখে, তাকে ওই টেস্টেই রাখতে হবে। শেষবার তারা প্রথম টেস্টে ৩১ রানে জিতেছিল। সেটাই আসলে কাজ করেছে।
2021-05-04 20:34:10
0000-00-00 00:00:00