অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আইপিএল থেকে সরে দাঁড়ালেন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে ফিট রাখার জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ‘আইপিএল’ আসর থেকে নাম সরিয়ে নিয়েছিলেন মিচেল স্টার্ক। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকায় বিশ্বকাপ পিছিয়ে গেলেও নিজ সিদ্ধান্তে অটল রয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা পেসার। 

চলতি বছরের মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আইপিএলের এবারের আসর। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় টুর্নামেন্টটি সেপ্টেম্বরে নেয়ার সিদ্ধান্ত নেয় আইপিএল কর্তৃপক্ষ।

অপরদিকে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে গেছে আগামী বছর।  তবে এরপরেও আইপিএলে না খেলাটাই শ্রেয় বলে মনে করছেন অজি পেসার স্টার্ক।

স্টার্ক বলেছেন, জানি, যে সিদ্ধান্ত আমি নিয়েছি সেটা খুবই চমৎকার এবং এখন আইপিএল আরেকটা নতুন সময়ে শুরু হচ্ছে। কিন্তু না, আমি এটা বদলাতে পারব না। সেপ্টেম্বরে যখন আইপিএল শুরু হবে আমি তখন গ্রীষ্মের ছুটি কাটাতে প্রস্তুত হব।

নিজের এই সিদ্ধান্ত নিয়ে অবশ্য একেবারেই দুঃখ নেই স্টার্কের। বরং এবারের আইপিএল আসরে না খেলাটাকে স্বস্তির বলে মনে করছেন তিনি। স্টার্কের বক্তব্য, আগামী বছরের আইপিএলও খুব কাছেই এসে পড়েছে এবং আমি যদি খেলতে চাই অথবা লোকে আমাকে আইপিএলে চায় তাহলে অবশ্যই ব্যাপারটা বিবেচনা করব। কিন্তু এই বছরের জন্য যে সিদ্ধান্ত নিয়েছি সেটা আমার জন্য খুবই স্বস্তিদায়ক।

২০১৫ সালে সর্বশেষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন মিচেল স্টার্ক। এরপর ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স দলে ভেড়ায় তাঁকে। কিন্তু সেবার ইনজুরির কারণে মাঠে নামা হয়নি স্টার্কের।

2021-05-04 20:08:56

0000-00-00 00:00:00

Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *