অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতে আবার পরিবর্তন

নাজমুল হাসান: নতুন বছরে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতে আবার পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়ান সরকার। এখন থেকে তারা তাদের জাতীয় সংগীত ‘Advance Australia Fair’ এর দ্বিতীয় লাইন ‘For we are young and free’ এর জায়গায় ‘For we are one and free’ গাইবে।

এটা গাওয়া হবে অস্ট্রেলিয়ার আদিবাসীদের সমান অধিকার ও তাদের সুদীর্ঘ ইতিহাস ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে সাম্য সৃষ্টির উদ্দেশ্যে। অস্ট্রেলিয়ার জাতীয় ঐক্যের চেতনা জাগ্রত করতে।

জাতীয় সংগীত-জাতীয় পতাকা নির্দিষ্ট ভূখণ্ডের স্বাধীনতা-সার্বভৌমত্বের এক অবিচ্ছেদ্য প্রতীক। দেশের মানুষের মধ্যে দেশাত্মবোধ, জাতীয়তাবোধ ও ঐক্য তৈরি করতে এর দরকার আছে।

সংবিধান তৈরি হয় দেশের মানুষের স্বার্থে, জনগনের কল্যানের জন্য। এসব তৈরিই হয় দেশ ও দেশের মানুষের জন্য। যেহেতু দেশকে রিপ্রেজেন্ট করে দেশের জনগন, তাই কোন দেশ মানেই ওই দেশের জনগনকে বোঝায়।

সুতরাং দেশের জনগনের জন্য যে সংবিধান, জাতীয় সংগীত-জাতীয় পতাকা তৈরি হয়, দেশের মানুষের আকাঙ্খা ও চেতনার ভিত্তিতেই এগুলি হওয়া উচিত তথা দরকার হলে পরিমার্জন বা সংশোধন হওয়া উচিত।

দীর্ঘদিন চলে আসাটাই সঠিকের একমাত্র মানদণ্ড এমন ভাবার কোন কারন নেই। প্রতিনিয়ত মানুষ বেটার থেকে বেটার অপশনে যাচ্ছে। দেশের মানুষের মধ্যে ঐক্য-চেতনা আর দেশাত্মবোধ জাগানোর নতুন কিছু পাওয়া গেলে সেটা কেন একসেপ্ট করবো না?

সংবিধান, জাতীয় সংগীত বা জাতীয় পতাকা। এগুলি কোন কিছুই ঐশ্বরিক নয় যে পরিবর্তন করা যাবে না। যে জাতীয় সংগীত দেশকে রিপ্রেজেন্ট করে না, যে জাতীয় সংগীত গাইলে নিজের প্রিয় মাতৃভূমি নিয়ে দ্বিধা তৈরি হয়, যে সংবিধান দেশের নাগরিকের অধিকার খর্ব করে, অতিদ্রুত সেই সংবিধান-সেই জাতীয় সংগীত সংশোধন হওয়া উচিত।

2021-01-30 06:34:23

0000-00-00 00:00:00

Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *