চলতি মাসের ৮ তারিখ থেকে শুরু হবে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন। মেলবোর্নে এ আসর শুরুর আগেই ইনজুরি আক্রান্ত হয়েছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল।
এটিপি কাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পেনের হয়ে উদ্বোধনী ম্যাচ খেলার কথা ছিল নাদালের। কিন্তু কোমরের ব্যথায় সেই ম্যাচ থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে।
অবশ্য অস্ট্রেলিয়ান ওপেন ঘিরে নিজেকে প্রস্তুত রাখতেই বাড়তি কোনও ঝামেলায় জড়াতে চাননি বিশ্ব র্যাঙ্কিংয়ের এই দুই নম্বর। কারণ বছর শুরুর এই গ্র্যান্ড স্লাম তার জন্য রেকর্ড গড়ার মঞ্চ!
আর একটি গ্র্যান্ড স্লাম জিতলেই রজার ফেদেরারকে পেছনে ফেলে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম (২১) জয়ের রেকর্ড গড়বেন। বর্তমানে ফেদেরারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ডটি ভাগাভাগি করছেন।
ইনজুরি নিয়ে টুইটারে নাদাল বলেছেন, সবাইকে জানাচ্ছি, আমি স্পেনের প্রথম ম্যাচ খেলতে পারবো না। যেহেতু আমার কোমরের ব্যথা এখনও রয়ে গেছে।
ইনজুরিতে পড়লেও তা যে খুব গুরুতর নয় সে বিষয়েও আভাস দিয়েছেন এই তারকা। আশা করছেন, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) গ্রিসের বিপক্ষে স্পেনের অপর ম্যাচ খেলতে পারবেন তিনি।
2021-03-14 03:56:31
2021-03-13 16:56:31